1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

অঝোরে কাঁদলেন নায়িকা অপু বিশ্বাস!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩০ Time View

‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। মঙ্গলবার (০১ ডিসেম্বর) চ্যানেল আইয়ের স্টুডিওতে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবির ডাবিংয়ে এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই নায়িকা।

জানা গেছে, সিনেমাটিতে এক বিরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে। আর ওই ডাবিং করতে গিয়েই অঝোরে কাঁদলেন অপু।

এমন আবেগপ্রবণ হয়ে যাওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। চরিত্রটি বেশ ইমোশনাল। সংলাপগুলো স্পর্শকাতর আর হৃদয়ে দাগ কেটে যায়। সেই সংলাপ দিতে গিয়ে খুব বেশি আবেগি হয়ে যাই। তাই আর চোখের পানি আটকে রাখতে পারিনি।’

চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত একশর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তবে ডাবিংয়ে এমন আবেগপ্রবণ হয়ে কখনো কেঁদেছেন বলে মনে পড়ে না তাঁর। অপুর কথায়, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেওয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলো না কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত- কথাটি জানিয়ে অপু বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে পারা আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন। প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’

ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে কমলা চরিত্রে অপুকে আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ