1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

নয়াপল্টনে জামায়াত-শিবিরের মহড়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
  • ৮১ Time View

১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় মহড়া দিয়েছে জামায়াত-শিবির।

বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ির চালককে জীবিত অবস্থায় তাদের পরিবারের কাছে ফেরত দান, সৌদি দূতাবাস কর্মী খালাফ হত্যার বিচার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নারী-শিশু নির্যাতন ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বুধবার বিকেল চারটার দিকে সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর আগেই জোটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। বিকেল পৌনে ৪টার দিকে জামায়াতের একটি বড় মিছিল দলের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও প্রচার বিভাগের সম্পাদক সেক্রেটারি তাসনিম আলমের নেতৃত্বে সমাবেশস্থলের কাছে এসে সামনের রাস্তায় মহড়া দেয়।

এসময় তারা জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এরপর শিবিরের প্রচার সম্পাদক আবু সাহে মো. ইয়াহিয়ার নেতৃত্বেও একটি মিছিল সেখানে মহড়া দেয়। যদিও এভাবে তাদের মহড়া দেওয়ার কথা নয় বলে জানান অন্য শরিক সংগঠনগুলোর কয়েকজন নেতা।

তবে জোটের সমাবেশে বিএনপি কিংবা শরিক দলের নেতাদের চেয়ে জামায়াত-শিবিরের নেতাদের উপস্থিতিই ছিল বেশি। এসময় মঞ্চে ছিলেন বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যিনি সমাবেশে সভাপতিত্ব করছেন। জামায়াত নেতাদের মধ্যে গোলাম পরোয়ার, তাসনিম আলম, ঢাকা মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ডা. শফিকুল ইসলাম মাসুদ ও শিবির নেতা ইয়াহিয়া মঞ্চে ছিলেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে খিলগাঁও, আরামবাগ, ফকিরাপুল, পল্টন, প্রেসক্লাব, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ