1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের প্রকাশনা উৎসব করছে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
  • ১১৮ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের প্রকাশনা উৎসব করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী ৯ জুলাই সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

গত ১৮ জুন বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশ করে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বইটির বাংলা ভার্সনের শিরোনাম দেওয়া হয়েছে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ইংরেজি অনুবাদের শিরোনাম হচ্ছে ‘দ্য আনফিনিশড মেমোরিস’।

বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৬ শ’ ৫০ টাকা। বইটি রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের বিক্রয় কেন্দ্র, আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

বইটি প্রকাশের পরদিন পকাশনা সংস্থার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার কাছে বইটির কপি হস্তান্তর করা হয়।

গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরে বলেন, বইটি পড়ে মানুষ বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের আগে ও পরে দেশের অবস্থা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান ও অসামান্য ত্যাগের কথা জানতে পারবেন।

বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। বইটি উর্দুসহ অন্যান্য ভাষায় প্রকাশের ব্যবস্থা করা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের ইতিহাস জানার জন্য বইটি পড়ার আহ্বান জানান।

সোমবার অনুষ্ঠিতব্য বইটির প্রকাশনা অনুষ্ঠানে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, ইতিহাসবিদ অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ইউপিএলের সত্ত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, বিশিষ্ট সাংবাদিক বেবী মওদুদ এমপি ও ফখরুল আলম উপস্থিত থাকবেন।

প্রকাশনা অনুষ্ঠানে বইটির নির্বাচিত অংশ পাঠ করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন এসব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ