1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

ভূপাতিত তুর্কি বিমানের পাইলটদ্বয়ের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
  • ৮০ Time View

ভূপাতিত এফ-৪ জঙ্গি বিমানের দুই পাইলটের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী।

গত ২২ জুন নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে তুর্কি বিমানটিকে গুলি করে ভূপাতিত করে সিরিয়া। ভূমধ্যসাগরে সিরীয় জলসীমার অদূরে আন্তর্জাতিক পানি সীমানায় বিধ্বস্ত হয় বিমানটি।

বিধ্বস্ত হওয়ার পর থেকেই বিধ্বস্ত বিমান ও এর পাইলটদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে আসছিলো তুর্কি সামরিক বাহিনী। অবশেষে ভূমধ্যসাগরের প্রায় এক কিলোমিটার গভীরে বিধ্বস্ত বিমানটিকে খুঁজে পায় তারা।

এই ঘটনার পর থেকেই দামেস্ক এবং আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক সর্বনি¤œ পর্যায়ে নেমে আসে। তুরস্ক সরকার কঠোর ভাষায় তাদের বিমান ভূপাতিত করার নিন্দা জানায়। পাশাপাশি এর বিরুদ্ধে উপযুক্ত সামরিক ব্যবস্থা নেওয়ারও হুমকি দেয় তারা।

বিমান ভূপাতিত করার ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে সিরিয়া দাবি করে আত্মরক্ষার খাতিরেই বিমানটিকে ভূপাতিত করে তাদের সেনারা। তবে তুরস্ক দাবি করেছে ভুলবশত সিরীয় আকাশ সীমা লঙ্ঘন করলেও সেখানে অল্প সময় অবস্থান করে বিমানটি।বিমানটি এসময় নিরস্ত্র ছিলো বলে জানায় তুরস্ক। তাছাড়া ভূপাতিত হওয়ার সময় বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিলো বলেও দাবি করে তারা।

ভূপাতিত বিমানের নিহত পাইলটদ্বয়ের নাম ক্যাপ্টেন গোখান এরতান ও লেফট্যানান্ট হাসান হোসেইন আকসয় বলে জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী।

তাদের দেহ কোথায় খুঁজে পাওয়া গেছে তা জানায়নি তুর্কি সামরিক বাহিনী। তবে দুই পাইলটই বিধ্বস্ত হওয়ার সময় প্যারাস্যুট খোলার সুযোগ পাননি বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ