1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনই ব্রাহ্মণবাড়িয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ৭৫ Time View

মালয়েশিয়ার সেলাংগর প্রদেশে আগুনে পুড়ে মারা যাওয়া ৫ বাংলাদেশি শ্রমিকের সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা বলে জানা গেছে।

মালয়েশীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, নিহত বাংলাদেশিরা হলেন, বাবু, রুমান (সজীব), আব্দুল্লাহ আল ফরহাদ এবং দুই সহোদর ফারুক ও বশির।

আগুনে পুড়ে মারা যাওয়া ৫ বাংলাদেশি শ্রমিকের সবাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা তা সেলফোনে নিশ্চিত করেছেন নবীনগর থানার বরিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের শহীদুল ইসলাম বাবু। কর্মসূত্রে ঢাকায় বসবাসরত বাবু জানান, নিহতরা সবাই নবীনগরের বরিকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সন্তান। এদের একজন তার আত্মীয় হন।

শহীদুল ইসলাম বাবু জানান, নিহতদের মধ্যে বাবু হচ্ছেন বরিকান্দি ইউনিয়নের ধরাবান্ধা গ্রামের। এছাড়া বাকি ৪ জনের মধ্যে ৩ জন বরিকান্দি ইউনিয়নের বরিকান্দি গ্রামের আর অপরজন নূরজাহানপুর গ্রামের। নিহতদের স্বজনদের আহাজারিতে বরিকান্দি ইউনিয়নের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে মালয়েশিয়ার সেলাংগর প্রদেশের তামান পুচং পেরদানা এলাকার একটি দোতলা ভাড়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ৫ বাংলাদেশি মারা যান। ভাড়া করা ওই বাড়িতে ৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিক বসবাস করতেন। এদের মধ্যে ২জন আগুন লাগার পরপর বাড়িটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে সেলাংগর প্রদেশের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন হেড মোহামদ সানি হারুল সেদেশের সংবাদ মাধ্যমকে জানান, নিহত ৫ বাংলাদেশিদের বয়স ২৪ থেকে ৪০ এর মধ্যে।

জানা গেছে, ওই ৫ জন বাড়িটির দোতলায় ছিলেন। আগুন লাগার পর তারা জানালার লোহার গ্রিল খুলে বের হতে চেষ্টা করেও ব্যর্থ হন। আগুনের কারণে দরোজা পথেও বের হওয়া অসম্ভব ছিল। ফলে তারা অগ্নিদগ্ধ হয়ে সেখানেই মারা যান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ