1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের দাবি বাম নেতাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ৮৬ Time View

দাতাদের দিকে আর না তাকিয়ে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মার্ণ করা দাবি জানিয়েছেন বাম নেতারা।

তারা বলেন, জিডিপির বাইরে যে কালো টাকা আছে, তা থেকে এক চতুর্থাংশ বাজেয়াপ্ত করলেই কয়েকটি পদ্মাসেতু করা সম্ভব। তাই বিশ্বব্যাংকের দিকে না তাকিয়ে থেকে দেশীয় অর্থায়নে এ সেতু নির্মাণের প্রস্তাব দেন তারা।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টন মুক্তিযোদ্ধা ভবনের মুক্তি মিলনায়তনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার লক্ষ্যে’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনে বাম নেতাদের পক্ষে এসব দাবি জানান সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান।

দেশের চলমান সংকট নিরসন করতে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তেল ও গ্যাস সংকট, পুলিশি নির্যাতন ইত্যাদি নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এই সংকট মুহূতে বাম শক্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দ্বি-দলীয় রাজনৈতিক শক্তির বাইরে জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

জনগণের বিকল্প শক্তি গঠনের লক্ষ্যে সকল বামপন্থী, গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, গোষ্ঠী ও ব্যক্তিবর্গের কাছে আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘‘সাধারণ মানুষ এখন আওয়ামী লীগ-বিএনপির যাঁতাকল থেকে বের হতে চান। সাধারণ মানুষকে আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে তাই আমরা সম্মিলিতভাবে ১৫ দফা দাবি নিয়ে মাঠে নামছি।’’

বিকল্প শক্তি গড়ার লক্ষ্যে ১৫ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, দেশের সংকট নিরসনে আগামী ১৪ জুলাই বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল  কর্মসূচি  পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী, তেল গ্যাস রক্ষা কমিটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ