বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘‘আমাদের গার্মেন্টস সেক্টরের উত্তরোত্তর উন্নতি হচ্ছে। বিশ্বমন্দা থাকা সত্ত্বেও আমরা ক্রমান্বয়ে এগিয়ে চলছি।’’
মঙ্গলবার বিকেলে চার দিনব্যাপী ১৩তম টেক্সটেক ইন্টারন্যাশনাল এক্সপো ২০১২, ৬ষ্ঠ ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো ২০১২ ও ১২তম ডাইস অ্যান্ড কেমিক্যাল এক্সপো মেলা তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্যামস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এ মেলা তিনটির আয়োজন করেছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে স্যামস গ্লোবালের এ রকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এ আয়োজনকে আরো ব্যাপক পরিসরে করার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেইমেএইএ’র দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মো. হাতেম, সেন্স গ্লোবালের কর্ণধার মেহেরুন্নেছা ইসলাম প্রমুখ।