শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা সদরে ইসলামী ব্যাংকের ২৭৬তম শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খান এ শাখার উদ্বোধন করেন।
নড়িয়া বাজারের ইসলামী ব্যাংক মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, মডার্ন হারবাল গ্র“পের চেয়ারম্যান ডা. আলমগীর মতি এবং নড়িয়া পৌরসভার কাউন্সিলর মিসেস আলেয়া বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রবিশাল জোন প্রধান এ কে এম হারুনুর রশীদ, শাখা ব্যবস্থাপক মো. খলিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান।