1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের সতর্ক থাকতে পরামর্শ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ৬১ Time View

বিভ্রান্তিকর সংবাদের সুযোগে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন ঘটনায় নিহত এবং আহত ও অসুস্থ সাংবাদিকদের সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে রোববার তিনি এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, “বিকৃত করে সংবাদ পরিবেশন করলে জাতিকে খেসারত দিতে হবে। বিরুদ্ধে বলতে বলতে এমন একটা জায়গায় যেন না পৌঁছায়, গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত না হয়।”

গণমাধ্যমের স্বাধীনতার সাংবাদিকদের দায়িত্বশীলতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

শেখ হাসিনা বলেন, “স্বাধীনতা ভালো। এর সঙ্গে দায়িত্ববোধ রয়েছে। এই দায়িত্ববোধটা সবার থাকা উচিত। আমরা চাই মিডিয়া শক্তিশালী হোক। তবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক লেখা হলে দুঃখ পাই।”

“সবার লেখায় তথ্য যেন সঠিকভাবে আসে। ভুল তথ্য দিয়ে যে ক্ষতি করা হয়, তার কোনো প্রতিকার নেই,” যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ১৩ জন নিহত সাংবাদিকের পরিবার এবং আহত ও অসুস্থ ৪৮ জন সাংবাদিকের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতারাও ছিলেন।

সাংবাদিকদের হত্যার সুষ্ঠু বিচারে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সুষ্ঠু বিচার হোক, তা আমরা চাই। এজন্য তথ্য সরবরাহের জন্য আপনাদের সহায়তা চাই।”

দলমত নির্বিশেষে সব সাংবাদিকের জন্য সরকার আন্তরিক জানিয়ে তিনি বলেন, “আমরা সকলকে সহায়তা করব। কে পক্ষে লিখলেন, কে লিখলেন না- তা দেখে সাহায্য করব না। যার দরকার, তাকেই সাহায্য করা হবে।”

সাংবাদিকদের অহেতুক হয়রানি বন্ধে ক্রিমিনাল প্রসিডিউর কোড সংশোধন করে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিবর্তে সমন জারির বিধান চালু করা এবং অষ্টম ওয়েজ বোর্ড গঠন করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

চলতি বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা প্রকাশ করে তা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান শেখ হাসিনা।
ঢাকার বাইরের সাংবাদিকদের প্রতি নজর রাখার জন্য সাংবাদিক নেতাদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এবং ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ-উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল অনুষ্ঠানে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ