ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলেতে এক বেপরোয়া বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা মারাত্মক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার ভোর তিনটায় লিলের একটি নাইট ক্লাবে ঢুকতে বাধা দেওয়া হয় এক ব্যক্তিকে। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি উচ্চ ক্ষমতাসম্পন্ন পিস্তল এনে বারের বাইরে নির্বিচারে গুলি চালানো শুরু করে।
খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
হত্যাকারীকে গ্রেফতারের জন্য পুলিস তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।