1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

শাহরুখকে ‘ভীতু’ বলে অভিযোগ অভিনেত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৩ Time View

সহজ-সরল কথাই বলেছিলেন শাহরুখ খান। কিন্তু সায়নি গুপ্তর তা পছন্দ হয়নি। বরং কিং খানকে ‘ভীতু’ বলে অভিযোগ করলেন অভিনেত্রী।

সায়নির কথায়, শাহরুখ অন্যায়ের বিরুদ্ধে গলা ওঠানোর সাহস রাখেন না। তিনি নীরব দর্শক!

শাহরুখের এক টুইট থেকে এর সূত্রপাত। মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিনে অভিনেতা তাকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন।

সেখানে লেখেন, “এই গান্ধী জয়ন্তীতে আমরা আমাদের সন্তানদের খারাপ কিছু না শোনার, দেখার ও বলার শিক্ষা দেবো।”

ভারতের ‘জাতির জনক’-এর আদর্শে নিজের অনুরাগীদের অনুপ্রাণিত করতে চেয়েছিলেন অভিনেতা। তিনি কি স্বপ্নেও ভেবেছিলেন এই টুইট জন্ম দিতে পারে বিতর্ক!

সায়নি লেখেন, “আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে।”

অভিনেত্রী শাহরুখের উদ্দেশ্যে বলেন, “নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।”

সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় ভারত। তার পরেও একের পর এক ধর্ষণ। স্বরা ভাস্কর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা ধিক্কার জানিয়েছেন এই ঘটনায়। কিন্তু শাহরুখ বরাবরের মতোই চুপ।

অনেকের অভিযোগ, শাসক দলের মন পেতেই হয়তো এ সব বিষয় থেকে দূরত্ব বজায় রাখেন অভিনেতা।

সায়নির সঙ্গে ২০১৬ সালে ‘ফ্যান’ ছবিতে অভিনয় করেন শাহরুখ। বলিউডের রাঘব বোয়ালরাও এ নায়ককে চটানোর সাহস রাখেন না। সায়নির এই মন্তব্য যেন সেই নিয়মেই কিছুটা ফাটল ধরিয়েছে। অবশ্য টুইটের কোনো জবাব দেননি শাহরুখ। তবে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে টুইটার ব্যবহারকারীদের তরফে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ