1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

পর্যটন জাহাজ এমভি মাহিরার যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ৮৩ Time View

বাংলাদেশে এই প্রথম একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল পর্যটন জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্বের অন্যতম প্রাকৃতিক আশ্চর্য সুন্দরবন ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের সেবায় জাহাজটি ব্যবহৃত হবে।

জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে শুক্রবার গণমাধ্যম প্রতিনিধিদের জন্য বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে দিনব্যাপী নৌ-বিহারের আয়োজন করা হয়। নৌ-বিহারকালীন আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমভি মাহিরার মালিকানা প্রতিষ্ঠান গ্রিন চ্যানেলের প্রধান নির্বাহী বেগম আজিজা সেলিম জানান, দেশি-বিদেশি পর্যটকদের মাঝে সুন্দরবন ভ্রমণের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পর্যটকদের চাহিদা পূরণের লক্ষ্যে এমভি মাহিরার সাহায্যে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য দু’রাত্রি তিন দিনের প্যাকেজ ট্যুর অফার করা হচ্ছে। এছাড়া আগ্রহী গ্রুপের জন্য ঢাকা থেকে ৪ রাত ৫ দিনের সুন্দরবন ট্যুর প্যাকেজও পাওয়া যাবে।

বিলাসবহুল এমভি মাহিরায় একসঙ্গে ৪০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। এতে ১৭টি টু ইন শেয়ার কেবিন, ৩টি সিঙ্গেল কেবিন, এটাচড বাথসহ দুটি অ্যাম্বাসেডর সুইট ছাড়াও ভ্রমণকারীদের জন্য মিটিং লাউঞ্জ, ব্যায়ামাগার, হোম থিয়েটার, ছোট আকারের সুইমিংপুলসহ অন্যান্য সুবিধা রয়েছে।

বাংলাদেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড এমভি মাহিরা জাহাজটি নির্মাণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ