1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

লন্ডনে এমিরেটসের ক্যাবল কার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ৭৪ Time View

টেমস নদীর ওপর দিয়ে যুক্তরাজ্যের প্রথম ‘আরবান এমিরেটস এয়ারলাইন ক্যাবল কার’ চলাচল শুরু করেছে। ক্যাবল কারটির স্পনসর দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস।

লন্ডনের মেয়র বরিস জনসন, এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্ক, লন্ডনের ট্রান্সপোর্ট কমিশনার পিটার হেনডি সিবিই এমিরেটস এয়ারলাইন ক্যাবল কারের সাহায্যে টেমস নদী পাড়ি দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গত ২৮ জুন।

টেমস নদীর ৯০ মিটার ওপর দিয়ে ১ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার লাইনটি নির্মিত হয়েছে। থেমস নদীর উভয় পাশে নির্মিত দুটি টার্মিনাল-এমিরেটস গ্রিনউইচ পেনিনসুলা ও এমিরেটস রয়াল ডকের মধ্যে ৩৪টি কেবিন বিরতিহীনভাবে চলাচল করবে। প্রতি ৩০ সেকেন্ড পরপর একটি করে কেবিন টার্মিনাল থেকে ছাড়বে এবং টেমস নদী পাড়ি দিয়ে অপর প্রান্তের টার্মিনালে পৌঁছতে ১০ মিনিট সময় লাগবে। পথচারি, হুইলচেয়ার ব্যবহারকারী ও সাইকেল আরোহীরাও নতুন এ ক্যাবল লাইনটি ব্যবহার করতে পারবেন।

টেমস নদী পাড়ি দেওয়ার সময় যাত্রীরা ৯০ মিটার ওপর থেকে লন্ডন শহর, ক্যানারি হোয়ার্ফ, ঐতিহাসিক গ্রিনউইচ, টেমস ব্যারিয়ার ও অলিম্পিক পার্কের মনোমুগ্ধকর সৌন্দর্য্য উপভোগের সুযোগ পাবেন।

এমিরেটস এয়ারলাইন গত বছর অক্টোবর মাসে লন্ডনের মেয়র অফিস ও ট্রান্সপোর্ট অব লন্ডনের সঙ্গে ক্যাবল কার লাইন নির্মাণ সংক্রান্ত ৩৬ মিলিয়ন পাউন্ড স্টার্লিং এর একটি স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করে।

এমিরেটস লন্ডনে দৈনিক আটটি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, নিউক্যাসেল ও গ্লাসগোতেও এয়ারলাইনটির নিয়মিত ফ্লাইট রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ