1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

জঙ্গি সমস্যা নয় ভারতকেই বড় হুমকি মনে করে পাকিস্তানিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ৭৮ Time View

তালেবান, আল কায়েদা বা স্থানীয় জঙ্গি সংগঠনগুলো নয় বরং ভারতকেই সবচে বড় হুমকি বলে মনে করে পাকিস্তানের সাধারণ জনগণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের গ্লোবাল অ্যাটিচুড প্রজেক্টের আওতায় পাকিস্তানে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এমন পর্যবেক্ষণ পাওয়া গেছে। জরিপে দেখা গেছে, প্রতি পাঁচ জনে একজন পাকিস্তানি ভারতের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে। কিন্তু একই সঙ্গে ১০ জনে ৬ জন পাকিস্তানিই মনে করে প্রতিবেশী ভারতই তাদের সবচে বড় হুমকি।

তবে বর্তমানে মোট জনসংখ্যার ২২ শতাংশ মানুষ ভারতের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে- এ অনুপাতকে উল্লেখযোগ্য অগ্রগতি বলেই বিবেচনা করা হচ্ছে। কারণ গত বছরই এ হার ছিল মাত্র ১৪ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে জরিপ শুরুর পর থেকেই দেখা গেছে, পাকিস্তানের সাধারণ মানুষ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও উন্নয়নের পথে সবচে বড় হুমকি হিসেবে বিবেচনা করে ভারতকে।

আর এ অনুপাত দিনে দিনে বাড়ছে বলে মনে হচ্ছে। জরিপে দেখা যাচ্ছে, যেখানে ২০০৯ সালের তুলনায় এ হার ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে। তবে একই সময় তালেবানের ব্যাপারে তাদের নিরাপত্তা ভীতি ৯ শতাংশ কমে গেছে।

তবে এসব নেতিবাচক পরিসংখ্যান সত্ত্বেও এখন ৬২ শতাংশ পাকিস্তানি মনে করে, প্রতিবেশী এ দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন জরুরি। আর দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু এবং দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আরো আলোচনা প্রয়োজন বলে মনে করে দুই তৃতীয়াংশ মানুষ।

অন্যদিকে ভারতীয়দের মধ্যেও বেশিরভাগ মানুষ পাকিস্তানের সঙ্গে আলো ভাল সম্পর্ক, বাণিজ্য এবং সম্পর্কোন্নয়নে আরো সংলাপ চায়।

কিন্তু তারপরও পাকিস্তানের ব্যাপারে এখনো বিপুল সংখ্যক ভারতীয় নেতিবাচক ধারণা পোষণ করেন। প্রায় ১০ জনে ৬ জন বা ৫৯ শতাংশ ভারতীয় পাকিস্তানের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছেন। তবে ২০১১ সালের ৬৫ শতাংশের তুলনায় তা সামান্য কমেছে।

অপরদিকে ৭৪ শতাংশ পাকিস্তানি যুক্তরাষ্ট্রকে শত্রু ভাবে। আর প্রেসিডেন্ট বারাক ওবামাকে তারা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চেয়ে ভাল বলে মনে করে না। এ হার গত চার বছরে বেড়েই চলেছে বলে জানিয়েছে পিউ।

উল্লেখযোগ্য বিষয় হলো- পাকিস্তানের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে এমন দেশের মধ্যে ভারত ছাড়াও আরো কয়েকটি দেশ রয়েছে। এমনকি এর মধ্যে মুসলিম প্রধান রাষ্ট্রও রয়েছে।

জরিপে দেখা গেছে, জরিপের আওতায় সাতটি দেশের মধ্যে ছয়টি দেশের মানুষই পাকিস্তানকে ভাল রাষ্ট্র হিসেবে পাস নম্বর দিতে চায়নি। এর মধ্যে রয়েছে- চীন, জাপান, মিশর, জর্দান এবং তিউনিসিয়া।

এদিকে পাকিস্তানি এবং ভারতীয় জনাসাধারণের সবাই একমত যে, সম্পর্ক উন্নয়নে কাশ্মীর সমস্যা সমাধানকেই অগ্রাধিকার দিতে হবে। ১০ জনে ৮ জন পাকিস্তানি এবং ১০ জনে ৬ জন ভারতীয় মনে করেন, কাশ্মীর বিরোধ মেটানো খুবই গুরুত্বপূর্ণ।

ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এ মতামত জরিপে পাকিস্তানের এক হাজার ২শ’ ৬ জন মানুষের প্রত্যক্ষ সাক্ষাৎকার নিয়েছে। গত ২৮ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তারা এ জরিপ চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ