1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

ব্যবসায়ীর আয়োজনে মুম্বাই সফরে শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ৭৩ Time View

বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান এমকে বাশারের আমন্ত্রণে ভারত সফরে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ৩ দিনের ভারত সফরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যক্তিগত বলে উল্লেখ করা হয়েছে।

মুম্বাই সফরে তিনি `ওয়ার্ল্ড এডুকেশনাল কংগ্রেস`-এর পুরস্কার গ্রহণ করবেন। একই অনুষ্ঠানে পুরস্কার নেবেন শিক্ষা ব্যবসায়ী বাশারও। তারা বৃহস্পতিবার বিকালে জেট এয়ারলাইন্সের একই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাশারের লবিংয়েই এই পুরস্কারের ব্যবস্থা হয়েছে। শিক্ষামন্ত্রী ও বাশারের মধ্যে মধ্যস্থতা করেছেন তারই মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ডব্লিউইসির পুরস্কারের জন্য আবেদন করতে হয়। শিক্ষামন্ত্রীর হয়ে এই আবেদনও করেছেন বিএসবির চেয়ারম্যান বাশার। বিমানের টিকিটও কিনেছে বিএসবির এক কর্মকর্তা।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষামন্ত্রীকে `অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু এডুকেশন`-এর জন্য মনোনীত করেছে দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস (ডব্লিউইসি)। আগামী ২৯ ও ৩০ জুন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য কংগ্রেসের অধিবেশনে তাকে এ অ্যাওয়ার্ড গ্রহণ ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদানের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

পুরস্কার গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীকে দেওয়া চিঠিতে ডব্লিউইসির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বলেছেন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষামন্ত্রী নাহিদের অবদান ও নেতৃত্ব বিশেষ উল্লেখযোগ্য। একজন চিন্তাবিদ ও কর্মী হিসেবে নাহিদ মডেল ব্যক্তিত্ব। তিনি পরিবর্তনের অগ্রদূত।

সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর মুম্বাই সফরের জন্য মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার এক কর্মকর্তার সমন্বয়ে সব ব্যবস্থা করেন লায়ন বাশার। তার দুই প্রতিনিধি গত সোমবার থেকে মুম্বাইয়ের একটি ফাইভস্টার হোটেলের কক্ষ বুকিং করে রেখেছেন মন্ত্রীর জন্য। তবে মন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তা দাবি করেন, এই সফরের বিষয়ে আগে থেকে বিএসবির সম্পৃক্ততার বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হয়নি। বলা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকেই সব ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, নুরুল ইসলাম নাহিদ ব্যবসায়ী বাশারের বিষয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন। কারণ তিনি কোনো শিক্ষা ব্যবসায়ীকে ব্যক্তিগতভাবে প্রশ্রয় দিতেন না। দুই মাস আগে একটি পত্রিকার আয়োজনের কথা জেনে একটি সেমিনারে উপস্থিত হন শিক্ষামন্ত্রী। সেখানে গিয়ে বাশারকে সঞ্চালনা করতে দেখে নিজের কর্মকর্তাদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সেই অনুষ্ঠানেও বাশার ও নুরুল ইসলাম নাহিদের একই সঙ্গে অংশগ্রহণের বিষয়ে সমন্বয় করেছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগের একই কর্মকর্তা। এখন শিক্ষামন্ত্রীর এই বিদেশ সফর নিয়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে মন্ত্রণালয় ও শিক্ষাবাণিজ্য সংশ্লিষ্টদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ