1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

দুই ভাগ হচ্ছে মারডকের নিউজ করপোরেশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ৭৯ Time View

মিডিয়া মুঘল রুপার্ট মারডকের নিউজ করপোরেশন দুই ভাগ করার পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দুনিয়ায় একাধিপত্যাকারী ৫ হাজার কোটি ডলার মূল্যমানের এই মহীরুহকে বিনোদন ও প্রকাশনা এই দুই ভাগে বিভক্ত করার প্রস্তাবিত নীতি কোম্পানির বোর্ড গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান রুপার্ট মারডক (৮১) গত বুধবার এ বিষয়টি নিয়ে বৈঠক করেন। পরের দিন এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

গত কয়েক বছর ধরে প্রবৃদ্ধিতে মন্দা এবং কোনো কোনো ক্ষেত্রে পত্রিকা ব্যবসায় লোকসান দেওয়ায় কোম্পানির শেয়ার হোল্ডাররা এ ধরনের প্রস্তাব করে আসছেন। কিন্তু চেয়ারম্যান মারডক বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। তবে বৃহস্পতিবার আকস্মিকভাবেই প্রস্তাবে রাজি হলেন মারডক।

তবে পৃথক দু’টি বিভাগের ব্যবস্থাপনা অবকাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর বোর্ডও আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি অনুমোদন করেনি। পৃথক করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় এক বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে নিউজ করপোরেশনের মালিকানাধীন ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছিল, কোম্পানি বিনোদন ব্যবসার মধ্যে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স, ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্ক এবং ফক্স নিউজ চ্যানেল এর মতো প্রতিষ্ঠানগুলো থাকবে। আর প্রকাশনা বিভাগের মধ্যে যেগুলো থাকছে তার মধ্যে অন্যতম দ্য টাইমস, দ্য অস্ট্রেলিয়ান এবং হারপারকলিনস পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান।

গত মঙ্গলবার এক বিবৃতিতে নিউজ করপোরেশন জানায়, তারা কোম্পানি ভাগ করার চিন্তাভাবনা করছে। এ ব্যাপারে পরামর্শক হিসেবে বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগ্যান, গোল্ডম্যান স্যাকস এবং সেন্টারভিউকে বিবেচনায় নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, গত বুধবার প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে প্রকাশনা ব্যবসা বিভাগটির দায়িত্বে কাকে নির্বাচন করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, নিউজ করপোরেশন বোর্ডে মারডকের অপ্রতিদ্বন্দ্বী প্রভাবের কারণে অনেকেই বোর্ডের সমালোচনা করে থাকেন। তাই এখনো বলা যাচ্ছে না, কোম্পানি দুই ভাগ করার ব্যাপারে শেয়ারহোল্ডারদের প্রস্তাব নাকি চেয়ারম্যানের স্বৈর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ