ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত মোকাবিলা করবে ১৪ দল

ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত মোকাবিলা করবে ১৪ দল

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হওয়া ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন ১৪ দলের নেতারা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকটি শেষ হয় রাত পৌনে ১০টায়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

১৪ দলের পাশাপাশি অন্যান্য সমমনা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরই অংশ হিসেবে অচিরেই ঢাকায় বড় ধরনের মিছিল ও পরবর্তীতে জেলা-উপজেলায় মিছিল কর্মসূচি নেওয়া হবে।

বৈঠক শেষে আমু বলেন, ‘যেভাবে আমরা ৬৯ ও ৭১-এ লড়াই-সংগ্রাম ও মুক্তিযুদ্ধ করেছি, সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করব।’

বাংলাদেশ শীর্ষ খবর