1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

হাসপাতালের বিছানা থেকেই ব্লগ লিখলেন করোনা আক্রান্ত অমিতাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩২ Time View

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন আপাতত ভর্তি রয়েছেন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। এই সুপারস্পেশ্যালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বিগ বি’কে। যদিও কোভিড-১৯ পাল্টাতে পারল না শাহেনশার রোজনামচা। ট্রাডিশন বজায় রেখে নিজের ‘বর্ধিত’ পরিবারে সদস্যদের হাসপাতালের বিছানা থেকেই রবিবার রাতে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। গুলাবো সিতাবো তারকা এদিন রাতে ব্লগ লেখেন নিয়মমাফিক। গত ১২ বছর ধরে যে কাজটি অবিরামভাবে করে চলেছেন বিগ বি।
ছোট ব্লগে অমিতাভ জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর দুই অনুরাগীকে। লেখেন, ‘শুভ জন্মদিন মনোজ কুমার ওঝা…তরণ ঘানতাসালা…সোমবার ১৩ই জুলাই…তোমাদের দুজনেই জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা…আজীবন খুশি থাকো’।
পাশাপাশি বচ্চন পরিবারের মঙ্গলকামনায় জন্য দেশ-বিদেশ থেকে যে পরিমাণে শুভেচ্ছাবার্তা আসছে তাতে আপ্লুত বিগ বি। তিনি অনুরাগীদের টুইট বার্তায় ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, সকলকে ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভবকর নয়। তবে তাঁর,অভিষেক,ঐশ্বর্য,আরাধ্যার জন্য সকলে যে চিন্তা,ভালোবাসা এবং শুভকামনা জাহির করেছেন তা সত্যিই অভাবনীয়…মন থেকে সকলের কাছে কৃতজ্ঞ তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ