1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

প্রিসলির সমাধির নিলাম হচ্ছে না

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ৬৪ Time View

ভক্তদের প্রতিবাদের মুখে ওয়েস্টার্ন পপ সঙ্গীতের প্রবাদপুরুষ এলভিস প্রিসলির সমাধি অবশেষে নিলাম থেকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

১৯৭৭ সালে মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের মেমফিসের ফরেস্ট হিল সিমেট্রিতে মায়ের সমাধির পাশে ভূগর্ভস্থ কক্ষে প্রিসলিকে প্রথম সমাহিত করা হয়। এর দু’মাস পরে তাকে তার গ্রেসল্যান্ডের বাড়িতে পুনরায় সমাহিত করা হয়।

সেই থেকেই মেমফিসের সেই ভূগর্ভস্থ সমাধিকক্ষটি খালিই পড়ে আছে। খালি কক্ষটিই নিলামে তোলার সিদ্ধান্ত নেয় জুলিয়েন’স অকশন।

তবে ১০ হাজারেরও বেশি ভক্তের স্বাক্ষরিত আবদনের প্রেক্ষিতে কক্ষটি নিলাম থেকে সরিয়ে নেয় জুলিয়েন’স অকশন। সেটি যথা মর্যাদায় সংরক্ষণেরও দাবি জানায় ভক্তরা।

১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে মিসিসিপিতে জন্ম নেন এলভিস অ্যারোন প্রিসলি। ২০ শতকের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ‘কিং অব রক অ্যান্ড রোল’ খ্যাতি পান।

জীবদ্দশায় আফ্রিকান-আমেরিকান ধারার সঙ্গীত বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন প্রিসলি। গান পরিবেশনের ক্ষেত্রে তার ব্যতিক্রমী উপস্থাপনা একই সঙ্গে তাকে করে তোলে জনপ্রিয় এবং বিতর্কিত।

১৯৬০’র দশকে নিজস্ব স্টাইলের গান পরিবেশনা শুরু করলে চরম সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। প্রায় ৭ বছর নিজেকে আড়াল করে রাখেন প্রিসলি।

সঙ্গীত শিল্পী হিসেবে মাত্র ৩৬ বছর বয়সেই আজীবন সম্মানসূচক গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেন প্রিসলি।
লোকসঙ্গীত, পপ ব্যালাডস, গসপেলসহ সঙ্গীতের নানা শাখায় স্বচ্ছন্দ বিচরণের কারণেই এলভিস প্রিসলি ২০ শতকে আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ