1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

পরমাণু শক্তি ব্যবহার করে দেশে বিদ্যুৎ উৎপাদন করা হবে: মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ৬০ Time View

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, পরমাণু শক্তি ব্যবহার করে দেশে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এজন্য প্রধানমন্ত্রী রাশিয়া সফর করেছিলেন এবং তাদের সঙ্গে চুক্তি হয়েছে। পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদন নিয়ে অনেকে বিভ্রান্তিকর কথা বলতে পারেন, তবে তা ঠিক নয়। সব কিছুই ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকে। জাপানে পরমাণু নিয়ে যে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে তা বাংলাদেশেও হবে, এটা ঠিক নয়। কারণ, এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) মিলনায়তনে পেশাজীবী নারী সমাজ আয়োজিত বিজ্ঞানী মাদাম মেরী কুরির নোবেল প্রাপ্তির শত বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, দেশে বিজ্ঞান চর্চা দিন দিন কমে যাচ্ছে। ছেলে-মেয়েরা বিজ্ঞান চর্চা বাদ দিয়ে বিবিএ এমবিএর দিকে ঝুঁকছে। প্রত্যেক পিতা-মাতাকে তাদের সন্তানদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা উচিত। কারণ, বিজ্ঞান মানুষের চোখ খুলে দেয়। বিজ্ঞানের কাজ সত্য রহস্য উদঘাটন করা।

তিনি বলেন, ‘‘সরকার নারীনীতি প্রণয়ন করেছে। কিছু লোক এই নীতির বিরোধিতার নামে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।  কিন্তু আমাদের স্বপক্ষের শক্তিকে তাদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে উঠা উচিত, সেভাবে প্রতিরোধ করতে দেখিনি।’’

সংগঠনের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. নিলুফার বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ