1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ৭৬ Time View

পাকিস্তানের ২৫ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা রাজা পারভেজ আশরাফ।  শু্ক্রবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি ২১১টি ভোট পান। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ)সমর্থিত সরদার মেহতাব পেয়েছেন ৮৯ টি ভোট।

মঙ্গলবার পাক সুপ্রিম কোর্টের এক রায়ে সৈয়দ ইউসুফ রাজা গিলানি প্রধানমন্ত্রীত্ব এবং পার্লামেন্ট সদস্য উভয় পদ থেকেই অযোগ্য ঘোষিত হলে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হয় পাকিস্তানের রাজনীতিতে। গিলানির উত্তরসুরী নির্বাচনের জন্য শুক্রবার বিকেলে পার্লামেন্ট অধিবেশন আহবানের সমন জারি করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

অবশেষে ঘোষণা অনুযায়ী শুক্রবার দিনের শেষে রাজধানী ইসলামাবাদে অবস্থিত পার্লামেন্ট ভবনে পাকিস্তান পার্লামেন্টের নিম্ক কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হয়।

পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ফাহমিদা মির্জার আসন গ্রহণের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নবনির্বাচিত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আশরাফের জয়লাভ গণতন্ত্রের প্রতি জাতির আস্থার বহিঃপ্রকাশ।

অধিবেশনের শুরুতে তৃতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাকিস্তানের জামিয়াত উল উলেমা ইসলাম দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তবে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষ থেকে ভোট প্রদানে বিরত থাকেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ