1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

বিরাজমান অবিশ্বাস দূর করতে এগিয়ে আসুন : সংবাদ মাধ্যমকে সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ১০৫ Time View

বিভিন্ন দলের মধ্যে বিরাজমান অবিশ্বাস দূর করতে সংবাদ মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

তিনি বলেছেন, ‘আসুন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করি। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন দলীয় অবিশ্বাস দূর করতে সংবাদ মাধ্যমকেই এগিয়ে আসতে হবে।’

বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সুরঞ্জিত বলেন, সংসদে বাক-বিতণ্ডা হতেই পারে। তবে তা ভুলভাবে উপস্থাপন করার কিছু নেই। কিছু দিন আগে একটি সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশের পর দ্বিতীয়বার আবার সংসদ বসে। এটি তারই একটি উদাহরণ।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ভুল বার্তা দিচ্ছে বলে অভিযোগ করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘বিবিসি ও অন্যান্য যেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েছে, তারাও একটি ভুল খবর দিয়ে যাচ্ছে যে, মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের ওপর নির্যাতন করা হচ্ছে। অথচ তাদের আমরা খাবার এবং চিকিৎসা দিচ্ছি। আমাদের আশ্রয় শিবিরে এখনো অনেক রোহিঙ্গা রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তিকে চিহ্নিত করতে সংবাদ মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই, সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, জোটের নেতা অরুণ সরকার রানা, নাসিমা খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ