1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিক নির্যাতন ন্যক্কারজনক ঘটনা- নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ৭৩ Time View

পাবনায় সম্প্রতি সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “সাংবাদিক নির্যাতন গণতান্ত্রিক রাষ্ট্রে একটি ন্যাক্কারজনক ঘটনা।”

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার দুপুর দেড়টার দিকে পাবনার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে প্রেসব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তবর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করবে বর্তমান সরকার।”

‘মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া উচিত, তা না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে’- শুক্রবার ঢাকায় দেওয়া বিএনপির এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান ক্ষমতাসীন দল মানুষের মানবাধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “বিগত বিএনপির শাসনামলে প্রায় ৪০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের টেকনাফ ও কক্সবাজার এলাকা দিয়ে প্রবেশ করে জাতিগত ও পরিবেশগত ভারসাম্য নষ্ট করেছিল।”

এছাড়া বিপুল সংখ্যক জনগোষ্ঠীর এদেশে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশ করলে দেশের আইন-শৃঙ্খলা বিঘ্নিত হবে।

তাই, এদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কোনো অবস্থাতেই উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ করে বলেন, “সস্তা কথা না বলে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”

আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের পাশাপাশি তাদেরও কূটনৈতিক সর্ম্পক বজায় রেখে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, “রোহিঙ্গারা এদেশে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে অস্ত্র ও মাদকের ব্যবসার পাশাপাশি অস্ত্রের ট্রেনিং দিয়ে ধর্মান্ধ রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গিবাদের সূচনা করেছে।”

এছাড়া রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে অনুপ্রবেশের পেছনে সাম্প্রদায়িক ধর্মান্ধ জামায়াতে ইসলামীর হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খোন্দকার প্রিন্স, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ