1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

কোয়ারেন্টিনে যা করছেন আনুশকা–বিরাট

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৪ Time View

অন্যান্য অনেক বলিউড তারকার মতোই আনুশকা শর্মা ও বিরাট কোহলিও বাড়িতে কোয়ারেন্টিন ‘পালন’ করছেন। মানে, সবার থেকে বিচ্ছিন্ন থাকছেন, কিন্তু তাই বলে থেমে নেই আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে একবার ঢুঁ দিলেই বিষয়টি স্পষ্ট হবে।

ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার জীবনে এই দুঃসময় এসেছে অনেকটা আশীর্বাদের মতো। যদিও বিয়ের পরে সিনেমার কাজ একেবারে কমিয়ে দিয়েছেন। তারপরও ক্রিকেটের মাঠে যাওয়া তো বন্ধ করেননি কোহলি। তাই সংসারটা যেন হয়েও হচ্ছিল না। তাই না বলে আসা এই ছুটি দারুণ উপভোগ করছেন এই দম্পতি। সর্বশেষ একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ভালোবেসে সময় কাটাচ্ছেন তাঁরা।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি দুজনে বেশ হালকা মেজাজে চমৎকার সময় কাটাচ্ছেন, এমন একটা মজার ছবি পোস্ট করেছেন আনুশকা। ক্যাপশনে লিখেছেন, ‘সেলফ আইসোলেশন আমাদের সব রকমভাবে ভালোবাসাবাসি করতে সাহায্য করছে।’ মাত্র এক ঘণ্টায় এই পোস্টের নিচে জড়ো হয়েছে ১১ লাখ লাইক, ১০ হাজার মন্তব্য। মন্তব্যকারীদের একাংশ আবার ক্রীড়া ও বিনোদন তারকা।

এর আগে আনুশকা শর্মা ২১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে এই দম্পতি করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য বার্তা দিয়েছেন। বলেছেন, ‘সাবধান, কোভিড–১৯কে ইতিমধ্যে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দায়িত্বশীল নাগরিক। আমরা দায়িত্বের সঙ্গে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করব।’সামাজিক যোগাযোগমাধ্যমকে আনুশকা শর্মা ব্যবহার করছেন মানুষকে সচেতন করার জন্য। ছবি: ইনস্টাগ্রাম
সামাজিক যোগাযোগমাধ্যমকে আনুশকা শর্মা ব্যবহার করছেন মানুষকে সচেতন করার জন্য।
সেই সঙ্গে নিজেদের পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতে বলেন। আর ডাক্তারসহ যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিরবচ্ছিন্ন চিকিৎসা, সেবা ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলছেন, তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই দম্পতি।বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
এর আগে আনুশকা শর্মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেখিয়ে দেওয়া নিয়ম মেনে হাত ধুয়ে সেই ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই পদ্ধতিতে হাত ধুতে। আর চোখে, মুখে হাত না লাগাতে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়ে ঘরেও থাকতে বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ