1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

যা বলে সতর্ক করছেন তারকারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩২ Time View

আতঙ্ক না ছড়িয়ে সতর্কতার বার্তা ছড়ানোয় এগিয়ে এসেছেন তারকারা। পরিচ্ছন্ন ও নিরাপদ থাকার নানা পরামর্শ দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তুলে ধরছেন করোনার ভয়াবহতা। নিজে সতর্ক হয়ে অন্যদের সতর্ক করার জন্য নানা পরামর্শ দিয়েছেন সিনেমা, নাটক ও গানের তারকারা।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গতকাল ফেসবুকে নিজের পেজে লেখেন, ‘ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করুন সবাই। সবচেয়ে জরুরি কথা স্যানিটাইজ করুন আপনার মোবাইল ফোনও।’ কীভাবে মোবাইল ফোন স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করা যায় এবং কীভাবে হাত ধুতে হবে তার একটি ছবি পোস্টে জুড়ে দেন তিনি। অভিনেতা আফরান নিশো লিখেছেন, ‘আমি করোনাকে ভয় করি না। তুমিও কি আমার মতো?’ তার এই পোস্ট শেয়ার করেছেন প্রায় ৩শ ভক্ত-অনুসারী।

শিল্পী তাহসান খান গত ১৪ মার্চ এক পোস্টে লিখেছেন, ‘এখনো বিচলিত হওয়ার মতো কিছু হয়নি। তবুও সবাই সাবধানে থাকি। সঠিক তথ্য প্রচারে সচেষ্ট হই।’ তিনি জানান, যারা চিকিৎসা নিতে যাচ্ছেন, তাঁদের উচিত চিকিৎসকদের সঠিক তথ্য দেওয়া। তা ছাড়া সরকারি অনেক বার্তা মোবাইল ফোনে আসছে, সেগুলো এড়িয়ে যাওয়া চলবে না। মনোযোগ দিয়ে সেগুলো দেখে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। পড়শি লিখেছেন, ‘আমরা সবাই মিলে চাইলে এই ভাইরাস প্রতিরোধে করতে পারব। সবাই নিরাপদে থাকুন।’ কীভাবে এই ভাইরাস প্রতিরোধ করা যায়, সতর্কতামূলক এমন একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

বেশ কিছু পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন আঁখি আলমগীর। সচেতনতামূলক এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা স্বীকার করি বা না করি, আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা সামনে কতটা ভয়াবহ হবে তা আমরা কেউ জানি না। করোনা, ডেঙ্গু বা যে কোন মহামারির পরবর্তী সংকট হতে পারে বন্যা, খরা এবং দূর্ভিক্ষ।’ অভিনেত্রী আশনা হাবীব ভাবনা করোনাভাইরাস নিয়ে সতর্ক করে লিখেছেন, ‘আমরা সবাই এর মধ্যে আছি। সবাই সচেতন থাকি। কোভিড-১৯ নামের এই ভাইরাস বিস্তার রোধে সবার সাধ্যের মধ্যে যা আছে চেষ্টা করি।’ গত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে ভাবনাকে দেখা যায় একটি সুপার শপে মুখে মাস্ক পরে কেনাকাটা করছেন।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন ফেসবুকে। তাঁর পোস্টের একটি অংশে তিনি লিখেছেন, ‘আসুন উজ্জীবিত থাকি। বারবার হাত ধুই। সেই সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলি।’ চলচ্চিত্র অভিনেত্রী নিপুন আক্তারের একটি স্ট্যাটাস প্রায় হাজার খানিক ভক্ত শেয়ার করেছেন। তার স্ট্যাটাসে লেখা ছিল, ‘ফুসফুসে পৌঁছানোর আগে করোনাভাইরাস চার দিনের জন্য গলায় থাকে। এই সময়ে গলায় কাশি শুরু হয় এবং ব্যথা শুরু হয়। তখন প্রচুর পানি পান করুন, গরম পানির সঙ্গে লবণ এবং ভিনেগার মিলিয়ে ভাইরাসটি নির্মূল করা সম্ভব।’

বেশ কিছু পোস্ট শেয়ার করেছেন আঁখি আলমগীর।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তাঁর লিখেছেন, আরও জানব, আরও মানব। অভিনেতা জোভান শুটিং ইউনিটে একজন ক্যামেরাম্যানের সঙ্গে সচেতনতামূলক একটি ভিডিও দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি একজন ক্যামেরাম্যানের সঙ্গে হাত মেলাতে গিয়েও হাত সরিয়ে নিচ্ছেন। এই অভিনেতা বলেন, ‘এখন করোনা নিয়ে সবাই সতর্ক। সবার মধ্যে কিছু সচেতনতা দরকার। সেই জায়গা থেকেই ভিডিওটি শুটিং সেঁটে তৈরি করা হয়েছে।’

অভিনেত্রী মৌসুমি হামিদ করোনা নিয়ে ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি বলেছেন, করোনা ভাইরাস মারাত্মক। সবাই এ সম্পর্কে জানে। এ জন্য সবার আগে নিজে সতর্ক হোন। নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হোন। কেউ আতঙ্কিত হবে না। প্রতিদিন ২০ বার হাত ধোন। সতর্কতার সঙ্গে হাঁচি-কাশি দেবেন এবং এই সময় টিস্যু বা কাপড় ব্যবহার করবেন।’

ছোট পর্দার নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, ‘আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে।’ বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেগুলোয় দেখা যাচ্ছে, কীভাবে করোনা ভাইরাস ছড়ায়। আরেক নির্মাতা সাজ্জাদ সুমন আজ লিখেছেন, ‘আজ সারা দিন আর করোনা নিউজ দেখব না। এই সময় বই পড়ব। হাত ধোয়ার পাশাপাশি একটা নতুন অভিজ্ঞতা হোক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ