1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

করোনাভাইরাস: ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাসের আতঙ্কে বিনোদন–দুনিয়া স্থবির হতে চলেছে। বিনোদন–বিশ্বের পর করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের চলচ্চিত্র অঙ্গনে। বড় আঘাত এসেছে কনসার্টের ওপর। গানের মৌসুমে বাতিল হয়ে গেছে বহু কনসার্ট। বিদেশে স্টেজ শোতে যাওয়া হয়নি অনেক শিল্পীর। বেশ কিছু ছবির মুক্তি পিছিয়ে গেছে। সিনেমা হলে কমে গেছে দর্শক। এ অবস্থায় শুটিং থেমে নেই। নাটক, সিনেমার শুটিং স্পটে আতঙ্ক থাকলেও কাজ বন্ধের খবর মেলেনি। তবে সে রকম খবরও আসতে পারে অচিরেই। প্রথমেই এসেছে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত।

দর্শক কমে যাওয়ায় এবং স্বাস্থ্যঝুঁকির কারণে সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ প্রথম আলোকে জানিয়েছেন, হল বন্ধ রাখার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত হয়ে গেছে। ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল। তবে সিনেপ্লেক্সগুলো এর আওতার বাইরে থাকবে।

শোবিজের সংগঠনগুলো করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শুটিং, ডাবিংয়ের অবাধ গতিকে টেনে ধরা হবে কি না, তা নিয়ে ভাবছেন সংগঠনের কর্তাব্যক্তিরা। নিজেদের মধ্যে কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। এবার তার একটা সাংগঠনিক রূপদেখা দিতে পারে।

চলচ্চিত্র প্রযোজক পরিচালক সমিতির সভাপতি খোরশেদ আলমের কাছে জানতে চাওয়া হয়, করোনা নিয়ে তাঁর ভাবনার কথা। তিনি জানান, কালকের (মঙ্গলবার) পর চলচ্চিত্রের সব সংগঠনকে নিয়ে তাঁরা বসবেন। প্রাথমিকভাবে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এবার একটি বৈঠক ডেকে সবাই বসে সিদ্ধান্ত নেবেন, কী করা যেতে পারে। খসরু বলেন, ‘বহু দেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বড় বড় লিগের খেলা বন্ধ হয়ে গেছে। আমাদের হল খোলা রেখে লাভ কী?’

ভারতের মুম্বাইয়ের ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া প্রডিউসারস অ্যাসোসিয়েশন (ইমপা)। মাত্র তিন দিনের মধ্যে বকেয়া কাজ শেষ করে ১৯ তারিখ থেকে শুটিং বন্ধের বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। এ রকম কোনো নির্দেশনা দেশের শোবিজ সংগঠনগুলো দেবে কি?

করোনাকে কারণ দেখিয়ে ১৩ মার্চের ছবি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘উনপঞ্চাশ বাতাস’ পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে ২০ মার্চর দুটি ছবি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’। ২৭ মার্চের ছবি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ নিয়েও আছে শঙ্কা। সব মিলিয়ে করোনায় স্থবির হওয়ার পথে শোবিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ