1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

‘বিয়ের পর শুটিং করতে লজ্জা করছিল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৪ Time View

‘ঠিক সন্ধ্যা নামার আগে’ নাটকের শুটিং করছিলেন টয়া। সঙ্গে তাঁর মেয়ে। এই মেয়ে তাঁর নিজের নয়। নাটকে সে একটি মেয়ের মা। সম্প্রতি বিয়ে করেছেন এই লাক্স তারকা। বিয়ের পরপরই প্রথম নাটকে ‘মা’ ডাক শুনতে কেমন লাগছে?

পুবাইলে চলছিল শুটিং। অভিনয়শিল্পীর কাজ অভিনয় করা। কিন্তু পরিস্থিতির সঙ্গে পরিস্থিতি যোগ করে দিলে যা হয়, টয়ার ক্ষেত্রেও তা–ই হলো। ফোনে সেই ‘মা’ ডাক নিয়ে প্রশ্নটা করতেই হাসিতে ফেটে পড়েন টয়া। হাসতে হাসতেই তিনি বলেন, ‘তেমন কিছুই মনে হচ্ছে না। মায়ের চরিত্রে অভিনয় করছি, চরিত্রের মধ্যেই আছি। আলাদা কোনো অনুভূতি নেই। সব সময় যেমন অভিনয় করতাম, তেমন। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে শুটিং করতে খুব লজ্জা লাগছিল। আজ শুটিংয়ে স্বামী থাকলে হয়তো খুব মজা লাগত।’

বিয়ের তিন দিন পরই প্রথম একসঙ্গে ‘পরের মেয়ে’ নামের একটি ধারবাহিক নাটকে শুটিং করেছেন বর শাওনের সঙ্গে। একসঙ্গে বিয়ের আগেও অনেক নাটকে কাজ করেছেন তাঁরা। বিয়ের পর প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ালেন, লজ্জায় কাঁচুমাচু হয়ে যাচ্ছিলেন টয়া। সেদিনের অভিজ্ঞতা শেয়ার করে টয়া বলেন, ‘শুটিংয়ে আমি আর শাওন একই রকম পোশাক পরেছিলাম। বাস্তবে আমরা নতুন কাপল, সেই নাটকেও কাপল! মেকআপ রুমে বসেই আমি লজ্জায় শেষ। বারবার হাসছিলাম। প্রথম শটে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখি, শুটিং ইউনিটের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে ছিল। নির্মাতা মিটমিট করে হাসছিলেন। পরে দেখি, সবার কৌতূহলী চোখ আমাদের দেখছে। তখন নাটকের ডায়ালগ দিতে প্রচণ্ড লজ্জা লাগছিল।’ তবে সেই শট দ্বিতীয়বার দিতে হয়নি তাঁদের।বিয়ের আসরে টয়া ও শাওন।
টয়ার বর শাওন আহমেদ পাইলট। দুজনই এমন ব্যস্ত যে নিজেদের মধ্যে ঠিকমতো কথা হচ্ছে না। তা ছাড়া দুজন যখন অবসরে থাকেন, তখন দুজনের অবস্থান পৃথিবীর দুই প্রান্তে। তাঁদের কথা বলার সময়ও খুব একটা হয় না। বেশির ভাগ ক্ষেত্রে খুদে বার্তা পাঠিয়ে পরস্পরের খোঁজখবর নেন এই তারকা দম্পতি। শাওনের সঙ্গে কথা বলতে না পেরে বেশ মনঃক্ষুণ্ন টয়া। তিনি বলেন, ‘খুব কষ্টে আছি ভাই। মাঝেমধ্যে আমাদের মধ্যে কথাই হয় না। মাঝেমধ্যে এমনও হয়, আমি যখন জেগে থাকি, সে তখন ঘুমায়। শাওন যখন জেগে থাকে, আমি ঘুমে থাকি।’

এ বছর লিপ ইয়ারে বিয়ে করেছেন টয়া ও শাওন। এরপর থেকেই আলোকচিত্রীর দল তাঁদের পিছু ছাড়ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের কোনো ভিডিও দিলেই বাজে মন্তব্যের স্বীকার হচ্ছেন এই দম্পতি। সেই মন্তব্যে প্রথম দিকে মন খারাপ হলেও এখন গা সয়ে গেছে। কী মন্তব্য? টয়া বলেন, ‘তারকাদের বিয়ে নিয়ে যা হয়। অনেকে ফেসবুকের সেসব মন্তব্যে লিখছে, আমাদের বিয়ে কয় দিন টিকবে, এক বছরের বেশি টিকবে না, শিগগির শুনতে হবে বিয়ে ভেঙে গেছে, বিয়ে নিয়ে এত মাতামাতির কী আছে… এসব। অতীতে অনেক তারকার ঘর ভেঙে যাওয়ার উদাহরণ টেনে আনছেন অনেকে। এমন তো না যে তারকা ছাড়া কারও বিয়ে ভাঙে না।’ এসব মন্তব্য নিয়ে তাঁদের বন্ধুমহলে বেশ মজাও হচ্ছে। কাছের বন্ধুরা ফেসবুকের মন্তব্য দেখে জিজ্ঞাসা করছেন, ‘কী রে, তোদের প্রথম বিয়ে কেমন চলছে?’ বলে হাসতে থাকেন টয়া।
একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করতে গিয়ে টয়া-শাওনের বন্ধুত্ব। এরপর ঘোরাঘুরি, বন্ধুত্ব ও প্রেম। প্রেমের সম্পর্ক তৈরির চার মাসের মাথায় পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন শাওন। ঠিক মাসখানেকের মধ্যে বিয়ে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০১০-এর সেরা দশে ছিলেন টয়া। এরপর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তাঁর বর শাওনও নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শাওন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ