1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

অর্থমন্ত্রীকে মোবাইলের কলচার্জ কমানোর পরামর্শ নাসিমের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১২
  • ৮৭ Time View

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘মোবাইল ফোনের কলচার্জ কমান। মানুষ মোবাইলে অতিরিক্ত কলচার্জ চান না। দেশে আওয়ামী লীগই মোবাইল এনেছিলো। ডিজিটাল দেশ গড়তে মোবাইল ফোনকে আরো সহজলভ্য করা উচিত।’

তিনি বলেন, ‘রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বারভিডার নেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের সমস্যার সমাধান করুন। অাওয়ামী লীগ জনগণের দল। তাই সরকারের কাজের সমালোচনা ও পরামর্শ সবাই দেবে। বাজেট যেন জনগণের কাজে লাগে।’

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় খাজা নিজাম উদ্দিন অডিটোরিয়ামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগের উদোগে শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, দেশে কিছু সুবিধাবাদী লোক আছেন, যারা গণতান্ত্রিক সুযোগ নিয়ে গণতন্ত্রকে হত্যা করতে চান। তারা রাজনীতি, আইনজীবীসহ বিভিন্ন পেশায় আছেন। তাদের তৎপরতা আবার শুরু হয়েছে। তারা গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা করবেন।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে হত্যার সুযোগ করে দিলে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পাবে না। আমি জবাবদিহিতায় বিশ্বাস করি, জবাবদিহি করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী-এমপিদের সতর্ক করেছেন, ভালোভাবে কাজ করার জন্য। আওয়ামী লীগ নির্বাচনের কাজ শুরু করেছে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তত হোন। ২০১৪ সালের মধ্যে নির্বাচন হবে। সরকার নির্বাচন করতে বাধ্য। জনগণ চাইলে আপনি সরকার গঠন করতে পারেন। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। সবাই এখন তৎপর। বিশ্বের কোথাও এখন আর কারচুপি হয় না। নির্বাচনের মাঠে খেলা হলে রেফারি নির্বাচন কমিশন। মিডিয়াও সচেতন থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ