বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ঈশ্বরদীর সড়ক ও জনপথ ভবন প্রাঙ্গণে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম, বিএসআরআই এর মহাপরিচালক খায়রুল বাশার, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম খান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা চান্না ম-ল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবীর আলী হিরু, ছাত্রলীগ নেতা আব্দল¬¬াহ আল মামুন সোহাগ, আল-আমিন, আনোয়ার হোসেন সনেট, আরাফাত রহমান রাসেল, আবু সাঈদ প্রমুখ।