রাজবাড়ীতে ছাত্র শিবিরের সভাপতিসহ ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের বকুল তলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পাংশা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ফারুখ হোসেন, সদস্য হাফেজ মো. শিহাব উদ্দিন, তার ছোট ভাই মো. শাহিনুল ইসলাম ও সাদেকুর রহমান।
আটক শিবির সভাপতি মো. ফারুখ হোসেন জানান, ঢাকায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাহিনুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে জেলা শিবিরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের দুধ বাজার মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বাজার এলাকা পরিদর্শন করে রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
পরে নেতাকর্মীরা স্টেশনের পাশে বকুল তলায় অবস্থান করার সময় পুলিশ পাংশা উপজেলার ৪ নেতাকে আটক করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খলিফা জানান, শিবিরের কয়েকজন উশৃঙ্খল কর্মী মিছিল বের করে। তারা যাতে কোনো নাশকতা ঘটাতে না পারে সে জন্য ৪ শিবির কর্মীকে আটক করা হয়েছে।