1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

ফেসবুকের দিন শেষ হয়ে যাচ্ছে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ৮৩ Time View

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে ফেসবুক বিহীন বিশ্ব যেনো মানুষের কল্পনার অতীত। কিন্তু এই কল্পনাতীত দুঃসংবাদ দিয়েছেন এক বিশ্লেষক। তার মতে, আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে ফেসবুকের অন্তর্ধান ঘটবে!

বিনিয়োগ প্রতিষ্ঠান আইরনফায়ার ক্যাপিটালের প্রতিষ্ঠাতা এরিক জ্যাকসন সম্প্রতি বলেছেন, ‘পাঁচ থেকে আট বছরের মধ্যে ফেসবুক উধাও হয়ে যাবে যেমনটি এখন ইয়াহুর অন্তর্ধান ঘটেছে।’

তিনি বলেন, ‘ইয়াহু এখনো টাকা কামাচ্ছে। এখনো লাভজনক প্রতিষ্ঠান এবং ১৩ হাজার কর্মী রয়েছে। কিন্তু কোম্পানির বর্তমান পরিসর প্রকৃতপক্ষে ২০০০ সালের ১০ শতাংশ মাত্র। প্রতিষ্ঠালগ্নের অভিপ্রায় এবং উদ্দেশ্য এখন আর নেই। সেই অর্থে দৃশ্যপট থেকে ইয়াহু বিদায় নিয়েছে।’

এখন পর্যন্ত ইন্টারনেট কোম্পানিগুলোর তিনটি প্রজন্ম রয়েছে। এর মধ্যে ওয়েবপোর্টাল হিসেবে ইয়াহু প্রথম প্রজন্মের এবং এ ব্যবসায় অগ্রদূত।

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক দ্বিতীয় প্রজন্মের। কিন্তু তৃতীয় প্রজন্মে এসে অস্তিত্ব সঙ্কটে পড়তে হচ্ছে তাকে। কারণ তৃতীয় প্রজন্ম মূলত মোবাইল প্রজন্ম। আর মোবাইলে ব্যবহারযোগ্য যথেষ্ট অ্যাপ্লিকেশন সরবরাহ করতে পারছে কোম্পানিটি।

গত ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব আইপিও জমা দেওয়ার সময় ফেসবুক কর্মকর্তারা জানান, ২০১১ সালের ডিসেম্বর নাগাদ তাদের সাইটের মোবাইল ইউজার ৪২ কোটি ৫ লাখ যা তাদের মোট ব্যবহারকারীর অর্ধেক।

কিন্তু ফেসবুকের উদ্বেগ হলো- তারা মোবাইল ব্যবহারকীদের সন্তুষ্ট করার মতো সেবা দিতে পারছে না। একশ’ কোটি ডলারে ইনস্টাগ্রাম কিনে এবং লাইটবক্স অ্যান্ড্রয়েড ফটো অ্যাপ্লিকেশন উন্নয়নের জন্য একটি বিশেষজ্ঞ টিম ভাড়া করেও লাভ হয়নি।

জ্যাকসন মনে করেন, এতো কিছু করার পরও ফেসবুকের জন্য উপযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে না পারার দুঃখ থেকেই যাবে।

তিনি বলেন, ‘ফেসবুক চাইলেই ভূড়ি ভূড়ি মোবাইল কোম্পানি কিনতে পারে। কিন্তু তাদের ওয়েবসাইটটি এখনো অনেক বড় এবং ভারি। আর মোবাইল অ্যাপ্লিকেশনের চেয়ে এটি একেবারে ভিন্ন ধরনের।’ তার মতে, ফেসবুকের বড় ব্যর্থতা হলো তারা মোবাইল অ্যাপ্লিকেশনের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে পারেনি।

জ্যাকসন বলেন, বর্তমানে ইন্টারনেট জায়ান্ট গুগল সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে এগুচ্ছে। প্রতিযোগিতায় টিকতে এবং ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে গিয়ে মোবাইল সমস্যা নিয়ে একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ফেসবুককেও।

এরিক জ্যাকসনের এ মন্তব্য এমন সময় এল যখন পুঁজিবাজারে ফেসবুক আশাপ্রদ কোনো সম্ভাবনা দেখাতে না পেরে বিনিয়োগকারীদের হতাশ করেছে। বাজারে আইপিও ছাড়ার পর প্রথম দিনেই কোম্পানির শেয়ার লেনদেনে হতাশাজনক চিত্র দেখা গেছে।

চলতি সপ্তাহে ফেসবুকের শেয়ারের দাম ২৫ দশমিক ৮৭ ডলারে নেমে গেছে যা আইপিও’র (৩৮ ডলার) অনেক কম।

অবশ্য অনেক বিশ্লেষক দ্রুত বর্ধনশীল এ ইন্টারনেট কোম্পানির শেয়ারের দাম বাড়ার আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ