1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

নতুন করে শরণার্থী আশ্রয় দেবে না তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৫ Time View

সম্প্রতি সিরিয়ার ইডলিবে রাশিয়ান সৈন্যরা নতুন করে অভিযান শুরু করলে শহরটির হাজার হাজার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়ে পড়েন। এই কারণে তৈরি হওয়া শরণার্থী সংকট তুরস্ক একা মোকাবিলা করবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার দেশ নতুন এই নতুন শরণার্থী আশ্রয় দিতে সক্ষম নয়।

দেশটির স্থানীয় সময় রবিবার এক অনুষ্ঠানে রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, ইডলিবে এই পরিস্থিতি চলতে থাকলে শরণার্থীর সংখ্যা বড়তে থাকবে যা তুরস্ক একা মোকাবিলা করতে পারবে না। তুরস্কে বর্তমানে প্রায় ৩৭ লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে। বিশাল সংখ্যক এ শরণার্থীর বোঝা তুরস্ক একা বইতে পারবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল দেশটি।

এদিকে, সিরিয়াতে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের পরিচালিত অভিযানের নিন্দা জানিয়ে আসছে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বলছে, উত্তর সিরিয়ায় তুরস্কের এ অভিযান দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলছে। জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, তুরস্কের এ পদক্ষেপের নিন্দা না জানিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত ইডলিবে চলতমান ‘হত্যাকাণ্ড’ বন্ধ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ