1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধে বিশ্বে প্রথম ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ২২ Time View

গত এক বছরে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বার সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ভারতে। ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, গোপনীয়তা ও মানবাধিকারের মতো বিষয়ের পক্ষে লড়াই করা আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাকসেস নাও’ এ তথ্য প্রকাশ করেছে।

অ্যাকসেস নাও এর রিপোর্ট অনুসারে, ২০১২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতে ৩৭৩ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। কেবল ২০১৯ সালেই ৯১ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ২০১৮ সালে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ১৩৪ বার। শুধু নথিভুক্ত হয়েছে এমন ঘটনারই নাগাল পেয়েছে সংস্থাটি। তাদের মতে, প্রকৃত সংখ্যাটি আসলে আরো অনেক বেশি।

রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে নির্দেশ পেয়ে বিশেষ বিশেষ পরিস্থিতিতে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় টেলিকম সংস্থাগুলো। সাধারণ আইনশৃঙ্খলা ব্যবস্থা হাতের বাইরে চলে গেলেই নেট বন্ধের পথে হাঁটে সরকার।

কখনো সহিংসতা ছড়ানো বা গোষ্ঠী সংঘর্ষ রুখতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। ২০১২ সাল থেকে এ পর্যন্ত কাশ্মীরে একশ ৮০ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তবে রাজস্থানের মতো কোনো কোনো রাজ্যে পরীক্ষা চলা অবস্থায় নকল ঠেকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

২০১০ সাল থেকে কেন্দ্রীয় সরকার ইন্টারনেট পরিষেবা নিয়ে কড়াকড়ি শুরু করে। কিন্তু সংস্থাটির মতে, ২০১৪ সাল থেকে বিভিন্ন পরিস্থিতিতে ‘শাটডাউন’ প্রায় দ্বিগুণ হয়েছে ভারতে।

‘ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন’-এর রিপোর্ট অনুযায়ী, ২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে নেট বন্ধ হওয়ার কারণে তিনশ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে ভারতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ