1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৫ Time View

পাকিস্তান চুক্তি ভেঙে বিনা প্ররোচনায় ক্রমাগত গুলি চালাচ্ছে। এর জেরে যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি হতে পারে। এর জেরে দুই দেশের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বুধবার এ মন্তব্য করেছেন। তবে সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত বলেও অভয় দিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় সরকার গত আগস্টে ৩৭০ ধারা বাতিল করে। বিষয়টি নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে জলঘোলা করে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করলেও তাদের সমস্ত চেষ্টা মাঠে মারা গেছে। প্রায় কোনও দেশ তাদের কথা কানে তোলেনি।

ভারতের অভিযোগ, এরপর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাবাহিনী সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বহুগুন বেড়েছে। এর জেরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

মঙ্গলবার সুন্দরবেনি সেক্টরে পাকিস্তানের এলিট বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) আক্রমণ প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে মৃত্যু হয় পাকিস্তানি স্পেশ্যাল ফোর্স, এসএসজি-র ২ কমান্ডোর। অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় জওয়ানও এদিন নিহত হয়েছেন।

পড়শি দেশের এই প্ররোচনামূলক কার্যকলাপের প্রেক্ষাপটে সেনাপ্রধানের ওই মন্তব্য।

জেনারেল রাওয়াত বলেন, যে কোনও মুহূর্তে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে।

সূত্র : এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ