1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

সৌদি আরবে অভিযানে শিক্ষাবিদ, লেখকসহ আটক ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ২৫ Time View

সৌদি আরবে এক অভিযানে নয়জন শিক্ষাবিদ, লেখক ও অধিকারকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল সোমবার আন্দোলনকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি। রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন শহরের অন্তত নয়জন সাংবাদিক, ব্লগার, অধিকারকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। জব্দ করা হয় তাদের ল্যাপটপ ও মোবাইল ফোন।

ওই প্রতিবেদনে বলা হয়, উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমন অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুবরাজ তার ক্ষমতার পথকে মসৃণ করতে এসব দমন অভিযান পরিচালনা করছেন। গত দুই বছর ধরে দেশটিতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। এই নয়জনকে কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানানো হয়নি।

লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি জানিয়েছে, গত ১৬ নভেম্বর থেকে নতুন করে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

বুদ্ধিজীবীদের আটকের পাশাপাশি সৌদির কর্তৃপক্ষ ভিন্নমতাবলম্বী বন্দিদের ওপর হয়রানি ও নির্যাতন বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে এএলকিউএসটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ