1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

‘নিজেদের সমস্যা আড়াল করতেই ইরানের পেছনে লেগেছে পশ্চিমারা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ৭৪ Time View

নিজেদের সমস্যা আড়াল করতেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবাদ মাধ্যমকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব নির্বোধের মত আচরণ করছে। নিজেদের সমস্যা আড়াল করতে গিয়ে তারা অপ্রাসঙ্গিভাবে ইরানের পরামাণু কর্মসূচির ওপর জোর দিচ্ছে।’

একটা মিথ্যার ওপর ভর করে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের পরমাণু কর্মসূচির দিকে সন্দেহের আঙ্গুল তুলেছে বলে অভিযোগ করেন খামেনি। ইরান বিধ্বংসী অস্ত্র তৈরি করছে পশ্চিমাদের এ আশঙ্কা অমূলক বলে উল্লেখ করেছেন তিনি।

খামেনি বলেন, ‘আন্তর্জাতিক রাজনৈতক চক্র এবং গণমাধ্যম পরমাণু সমৃদ্ধ ইরানের বিপদ নিয়ে কথা বলছে। তারা বলছে পরমাণু শক্তিধর ইরান বিপজ্জক। আমি বলছি, তারা মিথ্যা বলছে। তারা প্রবঞ্চনা করছে।’

খামেনি মনে করেন, পরমাণু সমৃদ্ধ ইরানকে নয় বরং ইসলামি রাষ্ট্র হিসেবে ইরানকে পশ্চিমাদের ভয় পাওয়া উচিৎ। আমেরিকা ও ইউরোপ যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে সেদিক থেকে বিশ্বের মানুষের দৃষ্টি ও জনমত অন্যদিকে সরিয়ে নিতেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের ওপর ইহুদি রাষ্ট্র ইসরায়েলির কোন আক্রমণ বজ্রের গতিতেই ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ্য ইরানের এ সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ‘যদি ইসরায়ের কোনো ভুল পদেক্ষপ বা ভুল কাজ করে তাহলে সেই ভুল তাদেরই মাথায় বজ্রাঘাত হয়ে আছড়ে পড়বে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ