1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

মমতা ব্যানার্জি ও আসাদউদ্দিন ওয়েইসির বাকযুদ্ধ চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ২৫ Time View

ভারতের মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মন্তব্য “সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদ” নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বিতর্ক। হায়দরবাদের সাংসদের বিরুদ্ধে “সাম্প্রদায়িক বিভাজনের” অভিযোগ করেছেন মমতা, তারপরেই আসাদউদ্দিন ওয়েইসি মুখ খুলেছেন।

সোমবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, হিন্দুদের মধ্যে যেমন বিচ্ছিন্নতাবাদ রয়েছে, তেমনই সংখ্যালঘুদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদ বাড়ছে। একটি রাজনৈতিক দল রয়েছে এবং তারা বিজেপির থেকে টাকা নিয়েছে, তারা হায়দরাবাদের দল, পশ্চিমবঙ্গের নয়।

বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় মমতা এসব কথা বলেন। অন্যদিকে, হায়দরাবাদের সাংসদ তথা এআইএমএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি বলেন, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী, যদি আমাদের কাজ বিচ্ছিন্নতাবাদ হয়, তাহলে আমার কিছু বলার নেই। বিচ্ছিন্নতাবাদ সেটাই, তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দিয়েছেন, যেহেতু রাজ্যে মুসলিমদের মধ্যে মানবতার সূচক কম, সে কারণে, তিনি মুসলিমদের নীচু নজরে দেখছেন।

তিনি আরো বলেন, ভোটের জন্য মুসলিমদের তোষণ বন্ধ করুন। আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলার মুসলিমদের আপনি বার্তা দিচ্ছেন যে, ওয়েইসির দল একটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। এই ধরনের মন্তব্য করে মমতা ব্যানার্জি তার ভীতি এবং হতাশা দেখাচ্ছেন।

তিনি এক টুইট বার্তায় লেখেন, যে কোনো সংখ্যালঘুদের মধ্যে বাংলার মুসলিম সম্প্রদায় মানবতার সূচকে সবচেয়ে খারাপ অবস্থায়, এটা বলা ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ নয়। তিনি সেখানে পোস্ট করেন, হায়দরাবাদের দল থেকে দিদি যদি শঙ্কিত থাকেন, তাহলে তার আমাদের বলা উচিত, বাংলার ৪২টি আসনে কিভাবে বিজেপি ১৮টিতে জিতল। গত লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করেছে গেরুয়া শিবির। সেই ফলাফলকে বাংলায় বিজেপির ভালো উত্থান হিসেবেই দেখছে অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ