1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

মেহনতী মানুষের লড়াইয়ে শহীদ টিটো বেঁচে থাকবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২০ Time View

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের বীর শহীদ ও ক্ষেতমজুর সমিতির নেতা শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বৈরশাসক এরশাদের পতনের ত্রিশ বছরেও শহীদদের স্বপ্ন পুরণ হয়নি। তাই ক্ষেতমজুর-গ্রামীণ মজুরসহ মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তাদের লড়াইয়ে শহীদ টিটো বেঁচে থাকবেন।

গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামছুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, শহীদ টিটোর ঘনিষ্ঠ বন্ধু রমেন্দ্র বর্মণ, শ্রমিক নেতা শুখেন্দু চন্দ্র, হকার্স ইউনিনের জহিরুল ইসলাম ও ছাত্র ইউনিয়নের অনিক রায়।

সভায় বক্তারা বলেন, শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো এবং শহীদ নুর হোসেনের খুনি স্বৈরাচারের বিচার হয়নি। আজও শহীদ টিটোর স্বপ্ন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়নি। তাই নতুন প্রজন্মকে শহীদ টিটোর মতো গরিব মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে নামতে হবে।

সভার শুরুতে শহীদ টিটোর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া সকালে শহীদ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধের প্রাক্কালে স্বৈরাচার এরশাদের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে টিটো, নূর হোসেন শহীদ হন। হত্যার পর পুলিশ টিটো’র লাশটিও গুম করে ফেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ