1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

৩ দিনের সফরে রোববার সাতক্ষীরা যাচ্ছেন এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১২
  • ৮৪ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তিন দিনের সফরে রোববার সাতক্ষীরায় আসছেন। সফরকালে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ১১ টায় তিনি হেলিকপ্টারযোগে শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করবেন। সেখান থেকে বংশীপুর শাহী মসজিদে বিশিষ্টজনদের কবর জিয়ারত করবেন জাপা চেয়ারম্যান।

পরে দুপুর সাড়ে ১২ টায় মৌতলা শিমু-রেজা এমপি কলেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বিকেল ৩ টায় কালিগঞ্জ উপজেলা সদরে পল্লী বন্ধু সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৪ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। জনসভা শেষে সাতক্ষীরা যাওয়ার পথে তিনি দেবহাটার কুলিয়ায় জাতীয় পার্টির কর্মী সেন্টুর কবর জিয়ারত ও পথসভা করবেন।

পরের দিন সোমবার সকালে কলারোয়া সরকারি কলেজ এবং বিকেলে তালা সরকারি কলেজের বর্ধিত ভবনের ফলক উন্মোচন করবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার সকাল ১১ টায় ভোমরা স্থল বন্দর পরিদর্শন এবং বিকেল ৪ টায় সাতক্ষীরা সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ