1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

অবশেষে বিদেশে যাওয়ার অনুমতি মিলল নওয়াজের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২৩ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। এ জন্য তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেয়া প্রয়োজন। নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য প্রথমে বিদেশ যেতে বাধা দেয়া হলেও অবশেষে অনুমতি দিয়েছে সরকার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ কে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী বলেছেন, নওয়াজ শরিফের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যেহেতু চিকিৎসকরা জানিয়েছেন, তার জীবন বাঁচাতে বিদেশে চিকিৎসা করানোটা জরুরি তাই তার বিদেশ সফরে আর কোনো বাধা থাকছে না।

তিনি বলেন, সরকার চিকিৎসকদের মতামতের গুরুত্ব দিচ্ছে। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি যেন আবারও সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং রাজনীতিতে অংশ নিতে পারেন সেই কামনাই করি।

প্রথমদিকে স্বাস্থ্যগত কারণে নওয়াজকে জামিন দেয়া হলেও তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা ছিল।

প্রসঙ্গত, পাকিস্তানের দীর্ঘ সময়কার প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। ২০১৭ সালে তৃতীয় দফা ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ