1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

সাকিবকে আইনী ঝামেলায় ফেলছে না বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৩০ Time View

ভারত সফরের প্রাক্কালে দেশের শীর্ষ একটি টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিপদে পড়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটমহলেও বেশ আলোচনা হয়েছে। গতকাল শনিবার তো এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবকে ছাড় দেওয়া হবে না- এমন কথাও তিনি বলেছেন। তবে এবার জানা গেল, বিসিবির পক্ষ থেকে কোনো আইনী ঝামেলায় পড়তে হচ্ছে না সাকিবকে। তবে তাকে জবাবদিহি করতে হবে বোর্ডের কাছে।

এর আগে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা বিসিবির আপত্তির কারণে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। আজ রবিবার গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাকিবের বিপক্ষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন মনে করছে না বিসিবি। তিনি বলেছেন, ‘আইন অনুযায়ী সাকিব এটা করতে পারে না। এটা সেও জানে, ওই টেলিকম প্রতিষ্ঠানও জানে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি আছে। সে চুক্তির শর্তানুযায়ীও এমন চুক্তি হতে পারে না। আমরা তাকে চিঠি দিচ্ছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটি। কে সে এটা করল, তাকে বলতে হবে।’

সাকিবের বিষয়টি এখন ভারতের মিডিয়াতেও সরস আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সম্প্রতি ক্রিকেটারদের ধর্মঘটে নেতৃত্ব দিয়েছেন সাকিব। অনেক মিডিয়াই এই দুটি বিষয় মিলিয়ে ফেলছে। বিসিবির আইন অনুযায়ী কেবল টেলিকম কোম্পানিই নয়, যেকোনো করপোরেট প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সঙ্গে ব্যক্তিগত চুক্তি করতে বিসিবির অনুমোদন নিতে হবে। নিজামউদ্দিন চৌধুরী আরও বলেছেন, ‘এটি পুরোপুরি বোর্ডের অভ্যন্তরীণ বিষয়। যেহেতু অভ্যন্তরীণ বিষয় তাই সাকিবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ