1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

শর্তহীন যে কোন সংলাপে রাজি সরকার: সুরঞ্জিত সেনগুপ্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১২
  • ৮৭ Time View

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শর্তহীন যে কোন সংলাপে রাজি আছে সরকার। তবে এ সংলাপ হতে হবে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপ হবে না।

শুত্রুবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনলাইন সংবাদ সংস্থা পিটিবি আয়োজিত স্বাধীনতার চারদশক প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, দেশে একমাত্র সংকট বিরোধীদল। তারা যদি সোজা পথে হাঁটে তাহলে গণতন্ত্রও সোজা পথে হাঁটতে পারবে, কোনো সংকট থাকবে না।

গণতন্ত্রে সব সময় দ্বন্দ্ব থাকবে, তবে এগুলোর সমাধান করার জন্য একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ। এখানে আসুন সংকট উত্তরণের পথ বের করে আপনাদের দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, যে যত কথাই বলুক না কেন আগামী নিবার্চন খালেদা জিযার ১৫ ফেব্রুয়ারির নিবার্চনের মতো হবে না। আমি এতোটুকু আশ্বাস দিতে পারি।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, দেশে এতো সংকট থাকতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনাদের এতো মাথা ব্যাথা কেন?  আপনাদের এখন চিন্তা করতে হবে বিশেষ সরকার চান, নাকি গণতন্ত্র চান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে এসে অনেক ওয়াজ নসিহত করে গেছেন। হিলারি ক্লিনটনের কথায় আমাদের দেশে নির্বাচন হবে না।

সাম্প্রতিক সময়ে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ গণমাধ্যমের উপর যেভাবে চড়াও হচ্ছে তা মোটেও কাম্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশে স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে।

প্রকৌশলী ম. ইনামুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,  জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, গণঐক্য  ও সামাজিক আন্দোলনের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ