1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

বিশ্ব বলিভিয়ায় নির্বাচন: মোরালেসকে জয়ী ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ১৯ Time View

বলিভিয়ার নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকেই জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী ট্রাইব্যুনাল।
নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গণনা নিয়ে বিরোধীদের ব্যাপক আপত্তির মুখেই বৃহস্পতিবার এ ঘোষণা এল বলে জানিয়েছে বিবিসি।

বলিভিয়ার নির্বাচনী ট্রাইব্যুনালের (টিএসই) ওয়েবসাইটে গণনা করা ৯৯ দশমিক ৯ শতাংশ ভোটের মধ্যে মোরালেস ৪৭ দশমিক ১ শতাংশ পেয়েছেন বলে জানানো হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসা পেয়েছেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট।

দেশটিতে দ্বিতীয় রাউন্ডের ভোট এড়াতে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বির তুলনায় ন্যূনতম ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

এর আগে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে মোরালেস ৪৬ দশমিক ৯৫ শতাংশ এবং মেসা ৩৬ দশমিক ৬০ শতাংশ ভোট পেয়েছিলেন বলে জানানো হয়েছিল।

মোরালেস সেসময় বলেছিলেন, বাকি ১ শতাংশের গণনা শেষে যদি দুই প্রার্থীর ব্যবধান ১০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে তিনি ফল মেনে ১৫ ডিসেম্বরের দ্বিতীয় রাউন্ড ভোটে অংশ নেবেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী ‘নির্বাচনের ফল চুরির’ চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে বিরোধীরা দেশে একটি অভ্যুত্থানচেষ্টা সংঘটিত করতে পারে বলে সমর্থকদের সতর্ক থাকতেও বলেছিলেন তিনি।

বিরোধী প্রার্থী মেসা প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনাকে ‘বড় ধরনের জালিয়াতি’ অ্যাখ্যা দিয়ে মোরেলস অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন বলে অভিযোগ করেছেন।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) পর্যবেক্ষকরাও বলিভিয়ার এবারের নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ জানিয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশিসময় ধরে প্রেসিডেন্ট থাকার রেকর্ডধারী মোরালেস এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রের শীর্ষপদে আসীন হলেন। এ দফায় জয়ী হওয়ায় তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত হল।

বৃহস্পতিবার মোরালেসকে জয়ী ঘোষণা করার পর মেসা দ্বিতীয় রাউন্ড ভোটের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়াও তার দাবিতে সমর্থন দিয়েছে।

বিবিসি জানিয়েছে, রোববার ভোটগ্রহণ শেষে দেশটির সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল দ্রুতগতিতে ভোটের ফল জানানো শুরু করে; প্রথম দিকে মোরালেস ও মেসার ব্যবধান কম থাকায় দ্বিতীয় রাউন্ড ভোটের আশায় বিরোধীশিবির উচ্ছ্বসিত হয়ে পড়ে।

ট্রাইব্যুনালের ওয়েবসাইটে পরে ভোটের দ্রুত ফল দেয়া বন্ধ করে দেয়া হয়। সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটে দেয়া আপডেটে মোরালেসকে তার প্রতিদ্বন্দ্বির তুলনায় ১০ দশমিক ১২ শতাংশ ভোটে এগিয়ে থাকতে দেখা যায়।

ফল ঘোষণায় এ ‘লুকোচুরিতে’ উদ্বেগ জানান ওএএসের পর্যবেক্ষকরা।

ভোটের দ্রুত ফল ঘোষণা বন্ধ করার সিদ্ধান্তকে ‘বোকামি’ অ্যাখ্যা দিয়ে ৬ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাস।

সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটের ফলে মোরালেসের সুস্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই বলিভিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয় বলে বিবিসি জানিয়েছে।

বিক্ষুব্ধরা দেশটির বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দেয়। মোরালেসবিরোধীরা বুধবার থেকে বলিভিয়াজুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।

লাতিনের দেশটির বিভিন্ন অংশে প্রেসিডেন্টের সমর্থকরা বিজয় শোভাযাত্রাও করেছে। কোথাও কোথা দুই পক্ষের মধ্যে হালকা সংঘর্ষেরও খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ