১৪ ডিসেম্বর রাতে গ্রেপ্তার হচ্ছেন গোলম আযম!

১৪ ডিসেম্বর রাতে গ্রেপ্তার হচ্ছেন গোলম আযম!

জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে ১৪ ডিসেম্বর রাতে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রেখে পরদিন সকাল ১০টায় তাকে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক বিশেষ ট্রাইবুনালে হাজির করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছে পুলিশেরই এক দায়িত্বশীল সূত্র।

সূত্র আরো জানায়, গ্রেপ্তারের পর গোলাম আযমকে ব্যাপক জিঞ্জাসাবাদ করবে পুলিশ। তবে বার্ধক্য জনিত কারণে আব্দুল আলীমের মতো গ্রেপ্তার দেখিয়ে গোলাম আযমকেও গৃহবন্দি রাখার চিন্তা করছে সরকার।

বস্তুত গোলাম আযম পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছেন। ঘনিষ্ঠজন ছাড়া কারো সঙ্গে কথা বলারও সুযোগ হয় না তার।

উল্লেখ্য, ২০১০ সালের প্রথম দিকে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৭ জন সিনিয়র নেতাকে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারা এখনও জেলে আছেন।

বাংলাদেশ শীর্ষ খবর