1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

উড়ন্ত সূচনার পর শান্ত-লিটনের বিদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৭ Time View

ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। খেলতে নেমে ঝড় তুলেন লিটন দাস। ২২ বলে খেলে ৩৮ রান করেন তিনি। কিন্তু আর এগোতে পারেননি। এমপোফুর বলে মাদজিভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৯ বল খেলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে দলপতি হ্যামিল্টন মাসাকাদজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এ ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ৫ বলে খেলে ৬ রান করেন সাকিব। অন্যদিকে এখনো রানের খাতা খুলতে পারেননি মুশফিক।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল সাকিব-বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হারে টাইগাররা। অন্যদিকে, সিরিজে ম্যাচ খেলে ২টিতে হেরেছে মাসাকাদজা বাহিনী। বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেটে হারার পর আফগানিস্তানের সঙ্গে ২৮ রানে হেরেছে আফ্রিকান দেশটি। এদিকে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রশিদ খানের আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মাতুমবদজি, রায়ান বার্ল, রেজিস চকভা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইনসলে এনডিলোভু, ক্রিস এমপোফু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ