1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণে সতর্ক হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২ Time View

প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণের ক্ষেত্রে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকল্পের পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে উচ্চমূল্য নির্ধারণ হওয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হওয়ায় প্রধানমন্ত্রী এ তাগিদ দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার অহেতুক সমালোচিত হতে চান না। আমরা পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের দাম নির্ধারণে সতর্ক হতে নির্দেশনা দিয়েছি। আমার জানামতে এ রকম কাজ আর হবে না। প্রকল্পের যে কোনো দাম নির্ধারণের ক্ষেত্রে যাচাই-বাছাই করে করে দাম নির্ধারণ করতে হবে।’
রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী কী বলেছেন সে ব্যাপারে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন ‘রাস্তার পাশে গরিব মানুষের বাড়ি ও গ্রাম যাতে ভেঙ্গে ফেলা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে এ্যালাইন্টমেন্ট পরিবর্তন করে হলেও অন্যপাশ দিয়ে রাস্তা ঘুরিয়ে নিতে হবে। তারপরও বাধ্য হয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে হলে তাদের উদার ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ঘুরানো চলবেনা।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ ছাড়া ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে সেটি দিয়ে শুধু যে বিদ্যুৎ আমদানি হবে তা নয়, ভবিষ্যতে হয়তো আমরা রফতানি করতে পারবো।’
সরকারের প্রকল্প তদারকি সংস্থা আইএমইডিকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রী আইএমইডির বিভাগীয় অফিস স্থাপনের বিষয়ে খোঁজ-খরব নিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ