1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

কাল মায়াবতী মুক্তি পাচ্ছে ২২ সিনেমা হলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭ Time View

আগামীকাল নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘মায়াবতী’ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা অরুণ চৌধুরী জানালেন, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকাসহ সারাদেশে মোট ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’।

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘দর্শকদের উদ্দেশ্যে তিশা বলেন, ‘আমারদের দেশে এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আপনারা সিনেমা হলে আসলে, দেশের সিনেমার পাশে থাকলে আমারা আরও ভালো ছবি উপহার দিতে পারবো। সিনেমাটির টিজার, ট্রেলার ও গান বেশ সাড়া পেয়েছি আমরা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’

‘মায়াবতী’ ছবিটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন। ছবিতে তিশা, রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীম প্রমুখ।

মায়াবতী ছবিটি মুক্তি পাচ্ছে যেসব হলগুলোতে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ষ্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার),ব্লকবাষ্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা (নিউ মার্কেট), মধুমিতা (মতিঝিল), শ্যামলী (শ্যামলী স্কয়ার), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আনন্দ(ফার্মগেট), মম ইন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), সেনা অডিটোরিয়াম ( সাভার), চম্পাকলি ( টঙ্গী), রানীমহল (ডেমরা), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), বনলতা ( ফরিদপুর), মালঞ্চ (টাঙ্গাইল), পূর্বাশা (সান্তাহার), ছন্দা (কালীগঞ্জ), রাজু (ঈশ্বরদী), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চিত্রালী (খুলনা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ