1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

মক্কায় অসুস্থ বাংলাদেশি হাজিদের খোঁজ নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪ Time View

চলতি বছর হজ পালন করতে যাওয়া যে সকল হাজি গুরুতর অসুস্থ হয়ে মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের খোঁজখবর নিতে মক্কার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। সোমবার ধর্ম প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

ধর্ম প্রতিমন্ত্রী কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে চিকিৎসাধীন নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০), নওগাঁর ফজর আলী মন্ডল (৬২), আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) ও আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জের মো. তৌহিদ করিমকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ বছর পবিত্র হজ পালনরত অবস্থায় ওই চার হাজি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা মস্তিস্কে রক্তক্ষরণ, কিডনি ও বুকের ব্যথাসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত। তারা সুস্থ হওয়ার পর যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করতে মক্কায় বাংলাদেশের হজ কাউন্সিলর মো. মাকসুদুর রহমানকে নির্দেশ দেন।

এর আগে সোমবার সকালে হারাম শরিফে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ৪১তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে গত ৮ সেপ্টেম্বর সকালে মক্কা পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ