1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

২০৫ রানেই অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৬ Time View

চট্টগ্রামে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে আফগানদের দেওয়া ৩৪২ রানের জবাবে ২০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ স্কোর : ২০৫/১০ (৭০.৫ ওভার)
প্রথম ওভারেই আউট তাইজুল
তৃতীয় দিনের তৃতীয় বলেই বাজে এক শটে আউট হয়ে ফিরেছেন তাইজুল ইসলাম। তাকে ফিরিয়েছেন মোহাম্মদ নবী। বলটা ছিল অফ স্টাম্পের ওপর। তাইজুল গিয়েছিলেন স্লগ সুইপ করতে। বাঁহাতি ব্যাটসম্যান বলের লাইন মিস করে হন বোল্ড।
টাইগারদের আশা-ভরসা এখন মোসাদ্দেক
টপ অর্ডারের ব্যর্থতা থেকে দলকে বাঁচালেন মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানদের ৩৪২ রানের জবাবে বাংলাদেশ এক পর্যায়ে ১০৬ রানে ছয় উইকেট হারায়। এরপরই ক্রিজে আসেন মোসাদ্দেক। সঙ্গী হিসেবে মুমিনুল হককে পেলেও হাফসেঞ্চুরি করে বিদায় নেন মুমিনুল। এরপর মেহেদী মিরাজও বিদায় নেন দ্রুত।
অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে লড়াই করেন সৈকত। শেষ বিকালে এ দুজনের অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে বিপর্যয় সামাল দিয়েছে টাইগার শিবির। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ আট উইকেটে ১৯৪ রান। তবে এখনও ১৪৮ রানে পিছিয়ে সাকিব বাহিনী। এ ব্যবধান যত কমানো যাবে, তত ম্যাচে ফেরার সম্ভাবনা টিকে থাকবে স্বাগতিকদের। তৃতীয় দিনে মোসাদ্দেকের কাঁধে তাই গুরু দায়িত্ব। দিন শেষে ৪৪ রানে মোসাদ্দেক ও ১৪ রানে অপরাজিত তাইজুল।
দ্বিতীয় দিন শেষে
আফগানিস্তান ১ম ইনিংস: ১১৭ ওভারে ৩৪২ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, হাশমতউল্লাহ ১৪, আসগর ৯২, নবী ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪/১১৬, সাকিব ২/৬৪, মিরাজ ১/৭৩, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯, সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯৪/৮ (সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৪*, মিরাজ ১১, তাইজুল ১৪*; ইয়ামিন ১/২১, নবী ২/৫৩, জহির ০/৪৬, রশিদ ৪/৪৭, কাইস ১/২২)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ