1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

মালির উত্তরাংশ নিয়ে স্বাধীন ইসলামি রাষ্ট্র ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১২
  • ৭৮ Time View

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী দু’টি গ্রুপ ঐকমত্যের ভিত্তিতে সেখানে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

এক সময়ের প্রতিদ্বন্দ্বী তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী নেতৃত্বাধীন ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আযওয়াদ (এমএনএলএ) এবং আনসার দাইন গ্রুপ দু’টির মধ্যে সমঝোতা হয় গত শনিবার। সরকারি বাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ দখল করা উত্তরাঞ্চলে এখন তারা যৌথভাবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

দু’ই গ্রুপ একীভূত হওয়ার ঘোষণা আসার পর এ ব্যাপারে আনসার দাইনের এক নেতা আলঘাবাস আগ ইন্তালা বলেন, ‘আমরা একটি চুক্তিতে সই করেছি যার ফলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পাব যা ইসলামি শরিয়া আইন দ্বারা পরিচালিত হবে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে আনসার দাইন গ্রুপের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক আত্মঘাতী হামলা এবং বিদেশিদের অপহরণ করার অভিযোগ রয়েছে।

গত শনিবার সন্ধ্যায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হয় উত্তরাঞ্চলীয় শহর গাও এ। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার মুহূর্তটি তারা গাও এবং তিমবুক্তু শহরে আকাশে গুলি ছুড়ে উদযাপন করে।

গত মার্চে মালির উত্তরাঞ্চল থেকে সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এমএনএলএ এবং আনসার দাইনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অবশেষে তারা সমঝোতায় পৌঁছতে সক্ষম হল।

তবে এতে করে সন্ত্রাসী গ্রুপ বলে ‍অভিযুক্ত এ সংগঠন দু’টি তাদের অবস্থান আরো শক্ত করবে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

এদিকে শনিবারের ঘটনার প্রতিক্রিয়ায় মালির অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, হাতছাড়া হয়ে যাওয়া অঞ্চলগুলোতে তারা আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ উদ্যোগ কতোটা সফলতার মুখ দেখবে তাই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ